জাতীয়

এমন কোন আইন নেই যে নির্বাচনে সব দলকেই আসতে হবে-ইসি রাশেদা

  মো. এমদাদুল হক, বগুড়া ২৭ নভেম্বর ২০২৩ , ৮:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমাদের নিবন্ধিত দল ৪৪টি। এর মধ্যে ৩০টি দল নির্বাচনে আসছে। তার মানে ম্যাজরিটি অংশটাই নির্বাচনে এসেছে। এমন কোন আইন নেই যে নির্বাচনে সব দলকেই আসতে হবে। যাদের ইচ্ছা নেই তাদের আমরা কিভাবে নির্বাচনে আনবো। আমরা তো তবুও চেষ্টা করেছি। কেউ যদি না আসে এজন্য যে নির্বাচন হবে না সেটি কিন্তু নয়, নির্বাচন আইনত বৈধ হয়ে যাবে।

সোমবার দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মূলক সভা শেষে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

ইসি বলেন,আমরা এখনও আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে। যদি তারা আসে অবশ্যই আমরা বিবেচনায় নিবো। তবে সেটি নির্বাচনকালীন মেয়াদ ২৮ শে জানুয়ারি পর্যন্ত। এই সময়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’

এক প্রশ্নের জবাবে ইসি বলেন,’নির্বাচনে বিএনপি না আসলেও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তবে তাদের কোন ম্যাজিস্ট্রি পাওয়ার থাকবে না।

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন,একটা আকস্মিক ঘটনা কেউ যদি করে ফেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাদের আমরা ইতোমধ্যে সাসপেন্ড করেছি। আইনে যতটুকু ক্ষমতা আমাদের দেয়া আছে তা প্রয়োগ করেছি।‘