জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ১২:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন বিএনপি নির্বাচনে না আসলেও ভোটে নাশকতার চেষ্টা চালাতে পারে। এজন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্তক থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আমেরিকা ১৯৭১ সালের ন্যায় আবারও ষড়যন্ত্র করে যাচ্ছে।
এবারের ভোট শুধু নৌকার ভোট নয় এবারের ভোট সারা বিশ্ব কে দেখানোর ভোট। প্রতিটি নেতা কর্মীকে ভোটের দিন ভোটার উপস্থিতি বাড়াতে নিরলস কাজ করে যেতে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ মতবিনিময় সভায় বুধবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামী সদস্য বীরমুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম,হারাগাছ পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মুহাঃ হাকিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ মোতাহার হোসেন ডালু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিল আক্তার, উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী প্রমূখ।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আরো বলেন কাউনিয়া উপজেলার ৭৩ টি ভোট কেন্দ্রের দায়িত্বে ৭৩ জন নেতা থাকবেন। ভোটের ফলাফলের ভিত্তিতে তাদের মূল্যায়ণ করা হবে। যারা এ দ্বায়িত্ব পালনে ব্যার্থ হবেন আগামীতে তাদের দলীয় পদ থাকবে না।