বিবিধ

কাউনিয়ায় অসহায় মানুষের মাঝে এসএসসি ১৩ ব্যাচের শীত বস্ত্র বিতরণ

  এস এম রাফি ১১ জানুয়ারি ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় শীর্তাতদের মাঝে এস এস সি ব্যাচ ২০১৩এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমার ১৩র পক্ষ্য থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই।
কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে আমার ১৩ সংগঠন।
এরই অংশ হিসেবে রোববার (১০ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
আমার ১৩র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ‍পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন সংগঠন টির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর কবির রাব্বি, সাধারণ সম্পাদক জাহিদ হাসান (ছোট), আলামিন ইসলাম, মোহাম্মদ জনি বাপ্পি আলম,সাংবাদিক জসিম সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় আমরা ১৩র পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এই শীতের সময়ে সমাজের গরীব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।