চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৫:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারীতে জাল ভোট প্রদানের চেষ্টা করায় এক যুবককে আটক করেছে প্রশাসন। আটক ওই যুবকের নাম হাসান মাহমুদ। তিনি উপজেলার ছোট কুষ্টারী এলাকার বদরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে,উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট এইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল ৩টার দিকে ৮নং বুথে হাসান মাহমুদ নামের ওই যুবক ভোট দিতে যায়। এসময় ভোট গ্রহণ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তারা যুবককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এ সময় নির্ব্হাী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো.গোলাম রব্বানী সরদার তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
চিলমারী মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান,আটক ওই যুবকের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।