সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে নৌকা জয়ী এ্যাডভোকেট বিপ্লব হাসান

  মাসুদ পারভেজ, রৌমারী ৭ জানুয়ারি ২০২৪ , ১১:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার ৭ জানুয়ারী ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ কনট্রোল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা নাহিদ হাসান খানের উপস্থিতিতে এই বে-সরকারি ফলাফল প্রকাশ করেন। তরুন প্রজন্মের ও প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী এ্যাডঃ বিপ্লব হাসান পলাশকে নৌকা প্রতীকে ৮৬ হাজার ৬শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষনা করেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান বঙ্গবাসী ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন। আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট বিপ্লবহাসান পলাশ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ৭৩হাজার,৯৭৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনে ১৩০ টি ভোট কেন্দ্রের সব কয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।