নিজস্ব প্রতিবেদক ১১ জানুয়ারি ২০২৪ , ১:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী শোচনীয় ভাবে হেরে গেলেন ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাভঙ্গ হয়েছে। বুকভরা আশা নিয়ে এই নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিজয়ের স্বাদ তো পান-ই নি। বরং সারাজীবনের অর্জন ধুলিস্যাৎ হয়ে গেছে।
ভোটের মাঠে গুঞ্জন ছিল– সরকারের ঘনিষ্ঠ মহলের আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন তিনি । নির্বাচন বর্জনকারী বিএনপি নেতাকর্মীদের সমর্থন-সহযোগিতাও পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব সামনে রেখে ভোটারদের কাছে ‘হেভিওয়েট প্রার্থী’ হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন। শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পাননি । জামানত হারাতে হয়েছে শীর্ষ নেতাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত তৃণমূল বিএনপি পরিচিতি পায় ‘কিংস পার্টি’ হিসেবে। দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে সোনালি আঁশ প্রতীক নিয়ে লড়েন শমসের মবিন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম নাহিদ, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনসহ ছয়জন। ভোটারদের আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ, সারোয়ার ও শমসের।
গত রোববার অনুষ্ঠিত এবারের নির্বাচনের ভোটের ফলে নুরুল ইসলাম নাহিদ ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। ১০ হাজার ৯৩৬ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর।
পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে ব্যক্তিগত কোনো বক্তব্য এখন দিচ্ছি না। আগামী সপ্তাহে দলীয়ভাবে আমরা বক্তব্য দেব।