সদরুল আইন, স্টাফ রিপোর্টার ১৮ জানুয়ারি ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে না পারলে পরিবেশ অধিদপ্তর রেখে কী লাভ বলে ক্ষোভ জানিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।
বৃহস্পতিবার অবৈধ ইটভাটা সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই ক্ষোভ জানান।
এসময় অধিদপ্তরের আইনজীবীর কাছে ঘুষ নিয়ে পরিবেশ কর্মকর্তার লাইসেন্স প্রদানের অভিযোগ সম্পর্কে জানতে চান।
এসময় এক পরিচালকের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন আদালত।
রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, শুনানির সময় পরিবেশন দূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করে হাইকোর্ট বলেন ঢাকা খুব বাজে অবস্থায় আছে। দেশের নদনদী, রাস্তাঘাট, বাতাস সবকিছু দূষিত হয়ে গেছে।
আদালত বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে পরিবেশ রক্ষা করে।