চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৪:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে দুই মাদক কারবারিকে ২৬ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা হতে গাজা সহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকের তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।
আটকরা হলেন, লালমনিরহাট জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫) ও তার সঙ্গী পাবনা জেলার মোছাঃ নাছিমা বেগম (৪০)।
সূত্র জানায়, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সাকিব সরকারের নেতৃত্বে অভিযানিকদল আনুমানিক সকাল সাড়ে নটার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা সহ তাদের দুজন কে আটক করেছে।
ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।