বিবিধ

সুন্দরগঞ্জে ছাড়িয়ে গেছে বোরো চাষের লক্ষ্যমাত্রা: রবি মৌসূমের বিপ্লব

  আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ ১৪ মে ২০২৪ , ৫:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো ধান চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে চলতি রবি মৌসূমী ফসলের আশানুরূপ উৎপাদনে কৃষিতে সম্ভাবনাময়ী বিপ্লব ঘটেছে।
সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা যায়, চলতি মৌসূমে আবহাওয়া অনুকূলে থাকা, কৃষকসহ কৃষি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), কৃষি অফিসারগণের সার্বক্ষণিক মাঠ পরিদর্শন পূর্বক যথাযথ পরামর্শ প্রদান, কৃষক উদ্বুদ্ধকরণ, সচেতনতা সৃ্ষ্টিসহ কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় চলতি মৌসূমে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উন্নীত হয়েছে ২৬ হাজার ৭’শ ৯০ হেক্টরে। এবারে সম্ভাবনাময়ী বাম্পার ফলন দেখা দিয়েছে। ধান কর্তন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে সম্ভাবনাময়ী উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন কৃষকরা। এবারে রবি মৌসূমী ফসলের বাম্পার ফলনে কৃষিতে বিপ্লব ঘটেছে বলে মনে করছেন কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট বিভাগ। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবারে বোরো ধান চাষে জমির পরিমাণ আর্জিত হয়েছে ২৬ হাজার ৭’শ ৯০ হেক্টর জমি। বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৬ হাজার ৭’শ ৩০ হেক্টর জমি। এরমধ্যে, হাইব্রিড- ১০ হাজার ৫’শ ৪৭, উফশী- ১৬ হাজার ১’শ ২৫ ও স্থানীয়- ৯৪ হাজার ৮’শ ৩ হেক্টর জমি। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লক্ষ ২১ হাজার ৪’শ ৭৫ মেট্রিকটন (চাল)। এবারে লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর বেশি পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এ উপজেলায় ধান চাষের উপর ভিত্তি করে বার্ষিক ২ লাখ ৮৩ হাজার ৫’শ ৬২ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া, এবারে বাম্পার ফলন দেখা দেয়ায় একদিকে যেমন উৎপাদনের লক্ষ্যমাত্রাতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে, তেমনি উপজেলার জনসংখ্যানুপাতে খাদ্যের চাহিদা পূরণ করে চাল উদ্বৃত্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সচেতনমহল। উপজেলায় মোট আবাদী জমির পরিমাণ- ৩৫ হাজার ২’শ ৩৪ হেক্টর। পতিত জমি রয়েছে- ৫ হাজার ২৯ হেক্টর। আর ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘটসহ নদ-নদীর বিভিন্ন চরের জমি রয়েছে ৬ হাজার ৫’শ ২০ হেক্টর।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রবি মৌসূমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৯ হাজার ৯০ হেক্টর। অর্জিত হয় ৩৮ হাজার ২০ হেক্টর। গম চাষের লক্ষ্যমাত্রা ৯’শ ২০ হেক্টর অতিক্রম করে ১ হাজার ১’শ ২৯ হেক্টর। এছাড়া, শাক-সব্জি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫’শ ৪৪ হেক্টর জমি। এতে আশানুরূপ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। রবি মৌসূমী ফসলের মধ্যে ইতোমধ্যে সরিষা, গম, পেঁয়াজ-রসুন, আলু, চিনাসহ বিভিন্ন ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন। এখন চলছে বোরো ধান, ভুট্টা, বাদাম, কাউন কর্তন করে ঘরে তোলার পালা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি মৌসূমে বোরো ধান চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধান কর্তন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাঠে ফসলের সমারোহ লক্ষ্যনীয়।