সারাদেশ

ভারী বর্ষণে কুড়িগ্রামের রৌমারীর নিম্নাঅঞ্চল প্লাবিত

  স্টাফ রিপোর্টার: ২০ জুন ২০২৪ , ৯:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে রৌমারীর কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে৷ অকাল বন্যাতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে৷ ইরি ধান কাটতে না পেরে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে৷  

সরে জমিনে গিয়ে দেখা যায় যাদুর চর ইউনিয়নের খেওয়ারচর,ঝাউবাড়ি,বারবান্দা,আগলার চর, লাঠিয়াল ডাঙ্গা,লালকুড়া,এছাড়াও বড়াইবাড়ি খেতারচর, ভুন্দুরচর, বেহুলার চর, খেতা মারি, শোলমারী,বান্দবেড় সহ প্রায় ৫০ গ্রাম প্লাবিত হয়েছে৷ 

এদিকে মাঠ সব প্লাবিত হওয়ার কারণে  গোখাদ্যের ব্যাপক সংকট  দেখা দিয়েছে৷ কৃষকরা বাধ্য হয়ে পালিত পশুদের কে গাছের পাতা খাওয়াচ্ছে৷ 

এদিকে নতুন বন্দরের স্থল বন্দরটিও পানিতে ডুবে গেছে, যার কারণে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে৷  এতে কয়েক হাজার শ্রমিক কাজ ছাড়া বসে মানবেতর জীবন যাপন করছে৷ 

৭০ হাজার মানুষ পানি বন্দী হলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা দেওয়া হয়নি৷ 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন বলেন- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ মেট্রিক টন চাল ও ৮৫ হাজার টাকা প্রস্তুত রাখা হয়েছে যে কোন সময় এগুলো বন্টন করা হবে৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের চাল, শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করা হবে৷