বিবিধ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব না

  অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৪ , ২:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন খুবই কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে না। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।’

‘খুব সম্ভবত চেষ্টা থাকবে যারা ক্লাস নাইনে উঠে গেছে তাদের যাতে সমস্যা না হয় সেটিকে গুরুত্ব দেওয়া।’

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাখাতের বেহাল অবস্থা চলছে। অনিয়ম দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেওয়া হবে। যোগ্য ও শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে। ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পদায়নের চেষ্টা করা হবে।

স্কুল কলেজ বোর্ডে প্রচণ্ড দলীয়করণ করা হয়েছে। অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে, এদের সরিয়ে দিতে হবে।