সারাদেশ

চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৪ , ১১:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

৩০ আগস্ট শুক্রবার উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতী গ্রামে ঘটনাটি ঘটেছে। এরপর পুকুরের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ওই শিশুর নাম মাহেলা (৪)।শিশুটি ওই এলাকার নূর বক্ত মিয়ার দ্বিতীয় সন্তান।

সরেজমিনে ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে,আজ দুপুর ২টার পর ওই শিশুটি তার মা এবং প্রতিবেশি ২ জন মহিলাসহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। শিশুটিকে গোসল করিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে রেখে শিশুর মা গোসল করার জন্য পানিতে ডুব দিলে শিশুটি আবার পানিতে নেমে পড়ে। দুর থেকে লামিম(৫) নামে তার এক চাচাতো ভাই মাহেলাকে পানিতে ডুবে যেতে দেখে। সঙ্গে সঙ্গে লামিম তার বাবাকে খবর দেয়। লামিমের বাবা নূর কাশেম শিশু মাহেলাকে উদ্ধার করে।

উদ্ধার করে পেট থেকে পানি বের করার জন্য চেষ্টা করে। শিশুটির অবস্থা অবনতি হওয়ায় নৌকা যোগে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কতর্ব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা দেন।

পরে বৈলমনদিয়ার খাতা কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।