এস এম রাফি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির নাকুড়গাছি বুড়াবুড়ীর মাজার দুরুসসুন্নাহ হাফেজিয়া ক্বওমী মাদ্রসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় শিক্ষক হাফেজ আবু শাহিদ ও শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে আসতেছিল ওই প্রতিষ্ঠান সাধারণ সম্পাদক ও অফিস সহকারীর তোয়াবুর মন্ডল। একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও অফিস সহকারীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ৪ জন শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থীরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান সামনে বেলা ১১ টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠান সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক আবু শাহিদ, জহুরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে আবু নাঈম, তৌহিদ ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাধারণ সম্পাদক ও অফিস সহকারি ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন নয়তো বা সকল শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে এবং যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অফিস সহকারী তোয়াবুর মন্ডল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি এনে মানববন্ধন করেছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন, কেন তারা এই মানববন্ধন করল তার উপযুক্ত কারণ আমার জানা নেই।