সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে বেলকা জহুরুল হক সরদার জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের সৌজন্যে ও উপজেলা জাতীয় পার্টিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা দাবী জানিয়ে বলেন- ‘জাপা চেয়ারম্যান জিএম কাদের ও তাঁর সহধর্মিনীর জাপা’র প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে’।
ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার তাঁর বক্তব্যে- সাবেক রাষ্ট্রপতি, জাপার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এইচএম এরশাদ’র শাসনকালসহ দেশপ্রেম নিয়ে সার্বিক দিক তুলে ধরে বলেন, ফ্যাসিবাদী সরকার তাঁকে বাধ্য করে নির্বাচনে নিয়ে গেছে। পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ফ্যাসিবাদী সরকারের শাসন মেনে নেননি। তিনি মহান জাতীয় সংসদসহ বিভিন্ন সময় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মশিউর রহমান পলাশ, অসাদুজ্জামান মণি, শফিকুল ইসলাম বাদশা, কৃষক পার্টির গোলাম মোস্তফা প্রমূখ।