বিবিধ

বিশৃঙ্খলভাবে চাপ সৃষ্টি করে কোনো দাবি আদায় করা সম্ভব না: উপাচার্য রাবি

  রাবি প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের ২ শিক্ষিকাকে অব্যাহতি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষার্থীরা।তারা উপাচার্য বরাবর ৫ দফা দাবি উথাপন করেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো- কোনো শিক্ষক কর্তৃক কোনো শিক্ষার্থীকে হুমকি দেওয়া যাবে না এবং ব্যক্তিগত ক্ষোভ থেকে রেজাল্ট ট্যাম্পারিং করা যাবে না,শিক্ষকদের মধ্যে দলাদলি বা রেষারেষি বন্ধ করতে হবে, ড. নাজমা আফরোজ ও ড. মাহবুবা কানিজ কেয়াকে অব্যাহতি দিতে হবে, দলীয় প্রতিহিংসার শিকার ড. এনামুল হকের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে সঠিক তদন্তের মধ্য দিয়ে, দুই কর্মদিবসের মধ্যে তাকে একাডেমিক কাজে ফিরিয়ে আনতে হবে; পরিচ্ছন্নতা কর্মী শ্রী রাম হেলা কে বিভাগে ফিরিয়ে আনতে হবে এবং ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকাকে এই লিখিত দিতে হবে যে, উনারা ডিপার্টমেন্ট এর সকল কার্যক্রম রুটিন মাফিক করবেন।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, বিশৃঙ্খল ভাবে চাপ সৃষ্টি করে কোনো দাবি আদায় করা সম্ভব না। তোমাদের সমস্যা সমাধানের জন্য আমরা সব সময় তৎপর থাকি। এভাবে স্লোগান দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। তোমরা তোমাদের দাবি নিয়ে ৭/৮ জনের প্রতিনিধি গঠন করতে পারো। এভাবে সবার সঙ্গে কথা বলা যায় না।আর রবিবারের মধ্যে এই সমস্যা সমাধান করা সম্ভব না এর মধ্যে বিভাগের শিক্ষকদের ইন্টারনাল বিষয় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নাজমা আফরোজ বলেন, ড.এনামুল হক যেহেতু শাস্তিপ্রাপ্ত তাই তিনিই এসব করে যাচ্ছেন। তিনি চাননা আমি বিভাগে আসি। কিন্তু কেন এমন হচ্ছে বা শিক্ষার্থীরা এমন কেন করছে তা আমার জানা নেই। যা হচ্ছে সবই আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র।

ড.এনামুল হকের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।#