স্টাফ রিপোর্টার: ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব।
তবে সাকিবের নামে আছে হত্যা মামলা। দেশে ফিরলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। যার কারণে দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু শর্ত দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশে ফিরতে না পারলে কানপুর টেস্টই হবে সাদা পোশাকে সাকিবের শেষ টেস্ট।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেবো।’
দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়।
বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
দেশে ফিরতে না পারলে কানপুরেই নিজের শেষ টেস্ট হবে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই।
আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’