রৌমারী প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়ন নটান পাড়া গ্রামের রাস্তার পাকা করন কাজ নির্মাণমানের ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে । স্থানীয় লোকজনের অভিযোগ করে বলছেন, রাস্তার কারপেটিং কাজের গুণগত মান খারাপ করা হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত পাথরে পিস নেই বললেই চলে। ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। তা ছাড়া রাস্তার অধিকাংশ জায়গায় ইটের সাইট ব্লক নিম্নমানের । তড়িঘড়ি করে যত্রতত্র কারপেটিং করায় পাথর উঠে যাচ্ছে। শনিবার ২৮ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নটান পাড়া গ্রামের রাস্তার পাকা করন কাজ ২ থেকে ৩ দিন যেতে না যেতে রাস্তা থেকে পিস উঠে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসীর দাবি রাস্তাটা আবার ভালো করে সংস্করণ কাজ করা হোক।