সারাদেশ

রাজিবপুরের সেই ছাত্রনেতা সুজনকে সহায়তা করলেন আরেক ছাত্রনেতা শওকত

  uadmin ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজিবপুর প্রতিনিধি:
এমনই কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সুজনের কথা। শাহরিয়ার সুজন(২৭)  কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। রাজিবপুর সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হয়ে নেতৃত্বে দিতেন। শাহরিয়ার সুজন বছর দেড়েক  আগেও স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতেন।অন্য সকল বন্ধুদের মতো কলেজে লেখাপড়া করতেন। তার মিছিলের ডাকে গর্জে উঠতো কলেজ ক্যাম্পাস।   কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মোটর সাইকেল দুর্ঘটনায় তার ঘাড়ের (মেরুদন্ড) হাড় ভেঙ্গে যায়।ঘাড়ের(মেরুদন্ড) হাড়ের মূল নার্ভে আঘাত হেনে 

পুরো শরীর অচল করে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা সমস্ত কিছু বিক্রি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করার পরও শরীরে শক্তি ফিরে না আসায় দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন।

এমন একটি খবর কালের কণ্ঠ অনলাইন পেজে ভিডিও এবং উত্তরের আলো পত্রিকায় প্রচার হলে শেরপুর জেলা সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি তার বাবার সাথে কথা বলেন এবং তাকে সহায়তা করার আশ্বাস করেন৷ আজ ৩০/০৯/২৪ ইং সোমবার দুপুরে মোহাম্মদ শওকত হোসেন ও তার সফর সঙ্গীদের নিয়ে রাজিবপুর সুজনের বাড়িতে আসেন এবং নগদ অর্থ তার বাবার হাতে তুলে দেন৷ এ সময় উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহিদ হাসান সজিব, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদল আব্বায়ক আল আমিন আকন্দ, কালের কণ্ঠর সাংবাদিক সোহেল রানা স্বপ্ন, উত্তরের আলোর সাংবাদিক জহুরুল ইসলাম, যাদুরচর ইউনিয়ন যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন, ফরহাদ হোসেন সহ প্রমুখ৷