রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৪ , ৮:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষে একটি স্মারকরিপি প্রদান করেন সমন্বয়ক কমিটি। রবিবার (৬ অক্টোবর) বিকালের দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষকরা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। জাতিকে শক্ত মেরুদন্ডের উপর দার করাতে হলে প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের বিকল্প কোনো পথ নেই। একটি জাতি বা রাষ্ট্র শিক্ষককে প্রকৃতি মর্যাদা প্রদান না করলে কখনোই সেই রাষ্ট্রের প্রকৃতি উন্নয়ন করা সম্ভব নয়। একই দেশে সমমানের শিক্ষায় অন্যান্য চাকুরির ক্ষেত্রে ১০ গ্রেড প্রদান করা হলেও শুধু মাত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১৩ তম গ্রেড প্রদান করে শিক্ষকদের ৩য় শ্রেণির কর্মচারি করে দাবিয়ে রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকা গারের কান্ডারি।
প্রাথমিক শিক্ষকদের দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্যবিরোধী অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। বৈষম্যবিরোধী অন্তর্বতীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসেবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসাবে কাজ করতে বদ্ধপরিকর। সেই সাথে স্বারকলিপির মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার নিকট শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরেন। যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ও ন্যায্য অধিকার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম লিচু, আব্দুল মালেক, হারুন অর রশিদ তুহিন, আবু আসাদ, শহিদুর রহমান, শহীদ হুমায়ুন কবীর জুয়েল, সানোয়ার হোসেন , আতিকুর রহমান, নাজমুল ইসলাম, আবুল হোসেন, আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।