রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে উত্তরবঙ্গের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর বিকালের দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের পশ্চিম পারে কানাডা প্রবাসী মইন ও ঢাকায় অবস্থানরত ওবাইদুল এর আর্থিক সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় শতাধিক পরিবাকে ত্রাণ সহায়তা করা হয়।
জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারী উপজেলার বিভিন্ন অঞ্চলের ব্রহ্মপুত্র নদের পাশে বসত বাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির শিকার হয়েছে সাধারন মানুষ। এতে অনেকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়। আবার জমিজমা হারিয়ে অন্যের বাড়িতে কোনো মতে জীবন যাপন করছেন। সেই চিন্তা চেতনা থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে কে এম নাহিদ হাসান প্রভাষক ও শিক্ষক খিলগাঁও মডেল বিশ্ববিদ্যাল কলেজ ঢাকা তার সার্বিক তত্বাবধানে এই ত্রাণ সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা. মোহাম্মদ তহিদুল ইসলাম, রাজিউল ইসলাম রুমান, আলমাছ হোসেন ভোলা,ফরিদ হাসান পাভেল, রোকনুজ্জামান রোকন, জিয়াউর রহমান জিয়া,মেহেদী হাসান রনি সাধারন সম্পাদক রৌমারী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ আরও অনেকে।