এস এম রাফি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে কেওয়াই এসডিও এর ৭ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী আদর্শ বাজার কেওয়াইএসডিও কার্যালয়ে কেক কাটা, বঙ্গবন্ধু কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা, বঙ্গবন্ধু শিক্ষাবৃওি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেওয়াইএসডিও এর চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক (বাংলা) কারমাইকেল কলেজ, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ শামসুজ্জামান আজাদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা কলেজ সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস মিয়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, (কেওয়াই এসডিও) সহ-সভাপতি, ছামসুল আলম, মোস্তাক আহম্মেদ লাকু, ৪নং ওর্য়াড সম্পাদক আফজাল হোসেন, ইউপি সদস্যা মোছাঃ বিউটি আক্তার। পরে ৮জনকে বঙ্গবন্ধু কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৪জনকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।