“কর্মসংস্থানসহ ন্যায় সমাজ প্রতিষ্ঠা করা হবে” -নাজিবুল্লাহ্ চৌধুরী
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী বলেন, ‘আপনার সন্তান মানে আমার সন্তান। তাদের (সন্তানদের) ন্যায় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। টাকার বিনিময়ে (ঘুষ) চাকরি পাবে না। মেধার মূল্যায়ন করে নিয়োগের ক্ষেত্রে চাকরি দেওয়া হবে। দল যদি আমাকে এই আসনে মনোনয়ন দেন। আগামী জাতীয় নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো। ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন করে এবং সুশিক্ষিত সুনাগরিক হতে ধর্মীয় বিধান মেনে চলার তাগিদে আমরা শিক্ষা ব্যবস্থা করবো। সন্তানদের সততার সঙ্গে সুন্দর পরিবেশে মুক্ত বাতাসে বেড়ে উঠার জন্য আমরা নিশ্চিত করবো।’
গণতন্ত্র পুনঃরুদ্ধার ও আগামীর রাষ্ট্র নায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে মতবিনিময় সভায় এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
১৩ নভেম্বর বিকেল ৪টায় ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত উক্ত মতবিনিময় সভায়
জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, পতবনীতলা উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার প্রমুখ।
এসময় ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা উপস্থিতসছিলেন।