অপরাধ

আমু ও তার কন্যাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  উত্তরের আলো ডেস্ক ১৯ নভেম্বর ২০২৪ , ২:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও তার কন্যাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে সোমবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক রেজাউল করিম গতকাল রোববার ওই আবেদন দাখিল করেছিলেন।

আবেদনে বলা হয়, ঝালকাঠি-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, টিআর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান পরিচালনার জন্য তিন সদস্যের দল গঠন করা হয়েছে‌।

অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই অনুসন্ধান চলাকালে আমীর হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন, এপিএস ফখরুল মজিদ মাহমুদ (কিরন) এবং তার স্ত্রী রাফেদা মজিদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।