রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা জাসাস শাখার উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকি মোঃ আহসান হাবিব সজীব আহবায়ক জেলা জাসাস কুড়িগ্রাম,। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম যুগ্ন আহবায়ক জেলা জাসাস কুড়িগ্রাম।
উক্ত কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাসাস শাখার সদস্য সচিব নুর জামাল বাহাদুর। সভাপতিত্ব করেন, রাজু আহমেদ সাবেক সাধারন সম্পাদক উপজেলা জাসাস ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা বিএনপি রৌমারী। সভার সঞ্চালনায় ছিলেন, দিপুল ইসলাম সাবেক সংগীত বিষয়ক সম্পাদক উপজেলা জাসাস রৌমারী।
সভায় অন্যান যারা উপস্থিত ছিলেন, রাজিবপুর জাসাস শাখার সভাপতি মাহে আলম, সাধারণ সম্পাদক আকবর হোসেন, রৌমারীর কৃষক দলের সভাপতি কামরুজ্জামান বাবু, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, জেলা জাসাস শাখার সদস্য এসডি আলমগীর, শহীদুল্লাহ কায়সার লেবু, আতিকুর রহমান সুমন, জেলা জিয়া মঞ্চ সাবেক সদ্যস লিমন আহমেদ, উপজেলা ছাত্র দলের সদ্যস সচিব ফারুক আহমেদ , লিটন মিয়াসহ আরও অনেকে।
এই কর্মী সভায় জাসাসের আগামীর দিনে কি ভাবে আরও গতিশিল করা যায় ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয় কর্মী সভা।