সারাদেশ

১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝিনাইদহে উঠান বৈঠক অনুষ্ঠিত

  ঝিনাইদহ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১০:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝিনাইদহে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০ টার সময় শহরের গাবতলা মাঝিপাড়ার মন্দির সংলগ্ন এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন স্থানীয় সনাতনধর্মালম্বীরা। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মানব পাচারের শিকার কয়েকজন ভুক্তভোগী পরিবার । এছাড়াও আরো উপস্থিত ছিলেন রুপান্তরের আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মো. আল মামুন,জেলা সিটিপ কমিটির সদস্য লিটন কুমার বিশ্বাস,পিয়াল আহাম্মেদ ,ইমন হাসন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের পরিবার থেকে সকলকে সচেতন করতে হবে যাতে দেশে বৃহত্তরভাবে নারী নির্যাতন প্রতিরোধে প্রভাব পড়ে।বক্তারা আরো বলেন আমাদের দেশের অধিকাংশ নারী প্রতারণার ফাঁদে পড়ে বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হয় কাজেই আমরা বিদেশে যাবো কিন্তু কোনো দালালের মাধ্যমে যাবো না।উঠান বৈঠকে উপস্থিতদের মধ্যে রঞ্জন বিশ্বা্স,মালতি রাণী,বাসুদেব বিশ্বাসসহ অন্যান্যরা তাদের মতামত ব্যাক্ত করেন।

উল্লেখ্য- আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগীতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ”রুপান্তর বাংলাদেশে” মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।