দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১০:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সোমবার ২৫ নভেম্বর এ অভিযান চালানো হয়।
জানা যায়, কাউনিয়ারচর গ্রামের মরহুম হারুন অর রশিদ এর নামীয় ৩৬ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন কিছু লোকজন।
মরহুম হারুন অর রশিদ এর ওয়ারিশ গং এর পক্ষে উচ্ছেদ মামলা করেন ওয়ারিশ মোকাদ্দেস হোসেন। জামালপুর জজ কোর্টের রায় অনুযায়ী উক্ত জমি ফেরত পান মোকাদ্দেস গং। এর প্রেক্ষিতে দখল উচ্ছেদ করা হয়। ৩৬ শতাংশ জমি হতে ১৮টি দোকান বুলড্রেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দখল উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জজ কোর্টের ম্যাজিস্ট্রেট একেএম সোবাহান হাসান সিদ্দিক, দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ, সার্ভেয়ার, পেশকার, দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই রহমত উল্লাহ, সানন্দবাড়ী পিআইসির এসআই খায়রুল ইসলাম সহ পুলিশ ফোর্স।