সারাদেশ

রিক্তা বানুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবর্ধনা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে কুড়িগ্রামের চিলমারীর রিক্তা আক্তার বানু স্থান পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর উপজেলা রমনা মডেল ইউনিয়নে রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ছাত্রনেতারা তাঁকে এ সংবর্ধনা দেন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ , মুখ্য সংগঠক সাদিকুর রহমান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান ও মো ইসলাম ফারুকী , সংগঠক মু’তাসিম বিল্লাহ  তাজ,  সাজ্জাদ সাফিন বিন মতিন, আব্দুর রহমান পারভেজ, উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির প্রমূখ।

এসময় মুখ্য সংগঠক সাদিকুর রহমান বলেন, রিকতা আখতার বানু কুড়িগ্রামের জন্য গর্বের প্রতীক এবং তার কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা, আমরা তার এই উদ্যোগকে আরও সম্প্রসারণে সহায়তার অঙ্গীকার করছি।