রাবি প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ১১:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিকেল আড়াইটায় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনকে লাল কার্ড পদর্শনের মধ্য দিয়ে প্রতিবাদ জানান।
এ সময় আগামী কাল মুক্তমঞ্চে প্রসাশনকে ওপেন বিতর্কে বসার জন্য চিঠি দিবেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
তিনি বলেন, আমরা আগামী কাল তাদের সাথে বিতর্কে বসতে চাই। তার জন্য আজকে আমাদের পক্ষ থেকে একটা চিঠি দিব। তারা যদি বিতর্কে না যেতে চায়, তাহলে অবশ্যই এটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা অক্ষমতা। আর তারা যদি ওপেন বিতর্ক জয় লাভ করে বা তাদের যুক্তি উপস্থাপন করতে পারে, তাহলে আমরা এই আন্দোলন থেকে সরে যাব। কিন্তু তারা যদি সেখানে না আসে তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।
লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের নওশীন তাবাসসুম নামের এক শিক্ষার্থী বলেন, এই কোটা আমরা চাই না। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ১ হাজারের কম পেয়ে ভালো সাবজেক্টে আমাদের সাথে পড়তেছে। কিন্তু ১ হাজারের উপর পেয়েও অনেকেই সাবজেক্ট পায় না। এমনকি ৬-৭ হাজার থেকেও অনেকই ভালো ভালো সাবজেক্ট পাচ্ছে। এই জন্য আমরা এই কোটাকে রেড অ্যালার্ট দেখাচ্ছি।
আন্দোলনে শিক্ষার্থীরা ‘ তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’, ‘ছাত্রসমাজের একশান, ডাইরেক্ট একশান’, ‘মেধাবীদের কান্না, আর না আর না, ‘কোটা না মেধা? মেধা মেধা’ ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে ‘, ‘জনে জনে খবর দে পোষ্য কোটার কবর দে’, ‘জোহা স্যারের স্মরণে ভয় করিনা মরনে’, ‘আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, সহ নানা স্লোগান দিতে থাকেন।
এসময় আইন বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল ইসলাম সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।