বিবিধ

বেরোবির”বিজয় কনসার্টে”থাকছে জনপ্রিয় ব্যান্ডদল আভাস

  কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ১৫ ডিসেম্বর ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শুরু হবে।

তারপর সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯.১০ এ অনুষ্ঠিত হবে বিজয় শোভাযাত্রা এবং ১০.৩০ এ হবে আলোচনা সভা।অতঃপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজনের অংশ হিসাবে আরোও রয়েছে বিকাল ৪.০০ টায় পুরস্কার বিতরণী এবং বিজয় কনসার্ট । এই বিজয় কনসার্টে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড আভাস। তার সাথে আরো থাকছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড টঙয়ের গান।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ। নানা রঙের মরিচ বাতির আলোরে সজ্জিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল, একাডেমিক ভবনগুলো সহ বিভিন্ন ফটক ও ক্যাফেটেরিয়া। দীর্ঘসময় পর ক্যাম্পাসে এমন কন্সার্টের আয়োজন শিক্ষার্থী মহলে আনন্দের জোগান দিয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাওসার আলী বলেন, অনেক দিন পর এ ধরণের আয়োজন, ব্যাপারটা প্রশংসার দাবিদার। তবে এসবের পাশাপাশি প্রশাসনকে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের দিকে নজর দিতে হবে।