এস এম রাফি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা প্রশাসন।
প্রশাসনের দেয়া এক চিঠিতে উল্লেখ আছে, আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মূখ্য সচিব। এরপর কুড়িগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করে আগামীকাল সকাল ৯টায় চিলমারী নদীবন্দর পরিদর্শন করবেন। এরপর রৌমারী ও রাজিবপুরের উদ্দেশ্যে চিলমারী বন্দর ঘাট ত্যাগ করবেন।
এদিকে মূখ্য সচিবের চিলমারী পরিদর্শনকে ঘিরে পরিষ্কার পরিছন্ন সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন স্থানী প্রশাসন।