রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক রৌমারী উপজেলা শাখার ৩১ সদস্যের কমিটি অনুৃমোদনের একদিন পর জেলা আহবায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষরিত রৌমারী উপজেলা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এনিয়ে এলাকায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বুধবার ১৮ ডিসেম্বর মোঃ আতিকুর রহমান সুমনকে আহবায়ক, হারুন অর রশিদ শাকিল সিনি: যুগ্ম আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব পদে নিযুক্ত করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস রৌমারী উপজেলা শাখার ৩১ সদস্যের কমিটি অনুৃমোদন দেয়া হয়। পরে শুক্রবার ২০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক জাকি মো: আহসান হাবীব সজীব ও সদস্য সচিব নুরজামাল বাহাদুর এর স্বাক্ষরিত কমিটি অনিবার্য কারণবশত উক্ত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন। বলা আছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। উল্লেখ যে, অনুমোদিত কমিটি কত দিনের জন্য থাকবে তা কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি।
কুড়িগ্রাম জেলা শাখার জাসাস আহবায়ক কমিটির সদস্য সচিব নুরজাহান বাহাদুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ভাই আমি ব্যাস্ত আছি। কি কারণে কমিটি স্থগিত করা হলো জানতে চাইলে জানান দুই একদিন পরে জানাবো।
কুড়িগ্রাম জেলা শাখা জাসাসের আহবায়ক জাকি মো: আহসান হাবীব সজীব এর ফোনে একাধীকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।