সারাদেশ

তালার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

  তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৪:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেক রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ফলাফল তুলে দেন তালা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মশারাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, নুরুন নাহার, রেশমা, প্রণব, মাওলানা মমিমুর রহমান, সেলিম হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি মোঃ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ে ক্লাসে ভাল ফলাফল করা কৃতি শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক পরীক্ষায় বিদ্যালয় হতে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।