ডেস্ক রিপোর্ট : ২১ জানুয়ারি ২০২৫ , ৯:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কোলকোন্দ ইউনিয়নে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এসব শীতবন্ত্র বিতরণ করেন।
মঙ্গলবার ( ২১ জানুয়ারি) বিকেলে গঙ্গাচড়ার আবুলিয়াহাট বিনবিনা এলাকার চর বিনবিনা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তার উপস্থিত ছিলেন, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান বেন্জু, সদস্য সচিব আবদুল কাদের জয়নাল, আশরাফুজ্জামান, তবরাক হোসেন লেবু, জালাল হোসেন, আব্দুল হালিম সুজা, সদস্য আবু সুফিয়ান, দুলাল মিয়াসহ লক্ষীটারি ইউনিয়ন বিএনপির নুরুজ্জামান আলম, যুগ্ম আহবায়ক মহব্বত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আকাশ, সাবেক সহ-সম্পাদক মাহবুব আসিফ, গংগাচড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহব্বত হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুনতাসীর মামুন, গংগাচড়া উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক, যুগ্ম আহবায়ক আরিফ হাসান, সদস্য অয়ন, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এক হাজার অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে তিনি গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।###