উত্তরের আলো ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১১ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ মঙ্গলবার বেলা ঘটিকার সময় রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়৷ কর্মী সভা সফল করতে রৌমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতা কর্মীরা উপস্হিত হয়৷ দীর্ঘদিন পর কর্মী সম্মেলন হওয়াতে উৎসবে মেতেছে রৌমারীবাসী৷ উক্ত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখা৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, আলহাজ্ব আজিজুর রহমান৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মোস্তফা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখা৷ উক্ত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন আমিনুল ইহসান সভাপতি কুড়িগ্রাম জেলা ছাত্রদল, মোমতাজ হোসেন লিপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি, আব্দুল ওয়াহেদ রানা আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, মোস্তাফিজুর রহমান রঞ্জু সাধারণ সম্পাদক রৌমারী উপজেলা বিএনপি, কামরুজ্জামান বাবু আহ্বায়ক রৌমারী উপজেলা কৃষক দল, মোঃ সাইদুর ইসলাম রৌমারী উপজেলা শ্রমিকদল, মাইদুল ইসলাম রৌমারী উপজেলা মৎস্যজীবী দল, মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ রৌমারী উপজেলা তাতি দল, নাজমুল হোসাইন রানা আহবায়ক রৌমারী উপজেলা ছাত্রদল, মশিউর রহমান পলাশ সদস্য সচিব রৌমারী উপজেলা যুবদল, মনজুরুল ইসলাম আহ্বায়ক রৌমারী উপজেলা যুবদল, মোসাম্মৎ শিউলি পারভীন শিল্পী রৌমারী উপজেলা মহিলা দল, ডাক্তার মোঃ নুরুল ইসলাম, মতিউর রহমান মতি সভাপতি যাদুরচর ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ কাজিম উদ্দিন বন্ধবের ইউনিয়ন বিএনপি, আবুল হোসেন সভাপতি রৌমারী সদর ইউনিয়ন বিএনপি সহ আমন্ত্রিত ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷ অতিথিরা তাদের বক্তব্যে বলেন রৌমারী উপজেলা বিএনপির দায়িত্ব যার কাধেই পড়ুক তার হয়ে কাজ করতে হবে সকলের৷ সকল অভ্যন্তরীণ কোন্দল ও ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে৷