স্টাফ রিপোর্টার: ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
১৯ ফ্রেবুয়ারী বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন যাদুরচর কর্তিমারী বাজার থেকে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য রমজান আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ৷
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টার অভিযানে চারজনকে গ্রেপ্তার করে জেলার বিভিন্ন থানার পুলিশরা। বৃস্পতিবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠনোর আদেশ দেন।
সারা দেশের ন্যায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।