উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: ১১ মার্চ ২০২৫ , ২:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ -একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
জানাযায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে,থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম মঙ্গলবার ১১ (মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়া পাড়া বাজার এলাকায় রাত সাড়ে চারটার দিকে চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ ভ্যান কে থামানোর সিগন্যাল দিলে ড্রাইভার পিকআপ টি দ্রুত টান দিয়ে রাস্তার পাশে গাছের আড়ালে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ টি তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে পিকআপ টি জব্দ করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,জব্দকৃত ৫৮ কেজি গাঁজা ও পিকআপ সহ পিকআপের ড্রাইভার কে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।