ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ৫ জুন ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
‘একটি গাছ, একটি প্রাণ-সবুজ হউক পত্নীতলার প্রাণ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় এক লক্ষ বৃক্ষ রোপণ ও চারা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও আলীমুজ্জামান মিলন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যাগে ও স্থানীয় ১৬টি সহযোগী সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এদিন উপজেলার নজিপুর পৌর এলাকার বাইপাস সড়কের পাশে ও হরিরামপুর সরকারি কবরস্থান এলাকাসহ পৌর এলাকার সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় প্রায় দেড়’শ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক আকিব জাভেদ মিজান, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াতের নেতা অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক ছাত্রদলের নেতা আবু তাহের চৌধুরী মন্টু, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর প্রতিষ্ঠাতা হাবীব সাত্তি, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা’র প্রতিনিধিগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর প্রতিষ্ঠাতা হাবীব সাত্তি বলেন, ‘আমাদের উপজেলায় সবুজ এলাকা গড়তে আমরা প্রাথমিক ভাবে এক লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির আজ উদ্বোধন করা হলো। এরই ধারাবাহিকতায় আমাদের উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকা ও উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পর্যায়েও এই বৃক্ষ রোপণ করা হবে।’
দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন জানান, ‘আজ এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে নজিপুর বাইপাসের সড়কের পাশে ও সরকারি কবরস্থান এলাকার জমিগুলোতে প্রায় সহস্রাধিক জারুল, তমাল, শিমুল, ঝাঁউ, কাঞ্চন, ছাতিম, সোনালু, কৃষ্ণচূড়ার গাছ রোপণ করা হয়েছে।’