বিবিধ

চিলমারীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

  এস এম রাফি ৭ মার্চ ২০২৩ , ১:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ’র ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, জয়নুল আবেদীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান,
উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, সাংবাদিক ও কবি নাজমুল হুদা পারভেজ প্রুমুখ।পরে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতায় ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে দলীয় কাযালয়ে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।