বিবিধ

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  এস এম রাফি ১০ মার্চ ২০২৩ , ৪:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- স্মার্ট বাংলদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়, এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ গত শক্রবার সকালে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ক্যাম্পাস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান,সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জান আসাদ, সাইফুল ইসলাম, জসিম সরকার, আশরাফুল হাবীব তুষার প্রমূখ। সভায় অগ্নিকান্ড, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত ও ঘুর্ণিঝড়সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন এবং এসব বিপদে আতঙ্কিত না হয়ে বরং তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।