বিবিধ

চিলমারীতে মিল্ক কর্মসূচির উদ্বোধন

  এস এম রাফি ১৪ মার্চ ২০২৩ , ৭:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: সোমবার সকালে উপজেলা
প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় চিলমারী উপজেলার রানিগঞ্জ ইউনিয়নে মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি স্কুল মিল্ক কর্মসূচি এর আওতায় উপজেলার ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিনামূল্যে ছাত্র-ছাত্রীদেরকে প্রকল্প মেয়াদকালীন প্রতিদিন ২৫০ গ্রাম করে দুধ পান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুকুনুজ্জামান শাহিন,চেয়ারম্যান উপজেলা পরিষদ চিলমারী কুড়িগ্রাম ,বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার চিলমারী কুড়িগ্রাম,মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চেয়ারম্যান রানীগঞ্জ ইউপি পরিষদ রাণীগঞ্জ চিলমারী, মোঃ আবু ছালেহ সরকার উপজেলা শিক্ষা কর্মকর্তা চিলমারী কুড়িগ্রাম,ডা: মোঃ ইউনুছ আলী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুড়িগ্রাম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, ভেটেরিনারি সার্জন ডা: মোঃ শাহিন আলম,এলইও ডা: মাহফুজ বিন সামস্ প্রমূর্খ।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন,একজন সুস্থ মানুষ কে প্রতিদিন ২৫০ গ্রাম দুধ পান করতে হয়।এরোই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দশনায় চিলমারী উপজেলার একটি স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। আশা করছি আগামীতে দরিদ্র পিরিত কুড়িগ্রাম জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।