এস এম রাফি ১৭ মার্চ ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া ( রংপুর)প্রতিনিধিঃ-
জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে রংপুরের কাউনিয়া উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও ফ্যালাসিয়ায় আক্রান্ত রোগীদের ৫০ হাজার করে টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদঃ) মনোনীতা দাস এর সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী প্রমূখ। এসময় ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলার ১৪ জনের প্রত্যেক রোগীর হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।