এস এম রাফি ২০ মার্চ ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ লাইভষ্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আয়োজনে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে সোমবার দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী অফিসার ডাঃ মোঃ আম্বার আলী তালুকদার, বক্তব্য রাখেন ভেটেনারী সার্জন মোঃ শাকিল আহমেদ,সেনেটারি ইন্সপেক্টর আবু সাঈদ, লাইভ্স্টক এক্সটেনশন অফিসার মোঃ আহসান হাবীব, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান, মোঃ লুৎফর রহমান লিখন ফিল্ড ফেসিলেটেটর মোস্তাক আহম্মেদ লাকু প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার ৩০ জন মাংস ব্যবসায়ী অংশ নেয়।