বিবিধ

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও ইফতার মাহফিল

  এস এম রাফি ৪ এপ্রিল ২০২৩ , ৪:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা ও ইফতার মাহফিল গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
মধুপুর রোডে মফিজের চাতালে স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু হাসান রায়হান রুশোর সভাপতিত্বে কর্মী সভার উদ্ধোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ মোজাহারুল ইসলাম বাবলু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল- ইমরান সুজন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুনতাসীর মামুন মুন্না, বক্তব্য রাখেন বিএনপি উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আক্তারুজ্জামান মন্ডল,
যুগ্ম আহবায়ক আতিক হাসান সোহাগ, সোহেল রানা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ রওশন আরা রত্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু সরকার বাবু প্রমুখ। পরে ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।