এস এম রাফি ৬ এপ্রিল ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন” এই স্লোগানে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া, ফুটবল দলের অধিনায়ক তারেক ইসলাম প্রমূখ।