বিবিধ

সাভারে ১১০ অসহায় পরিবারের পাশে একবেলা আহার

  এস এম রাফি ১৪ এপ্রিল ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের চাপাইন ও কলমা এলাকার প্রতিবন্ধী ও শ্রমজীবি ১১০টি পরিবারের ১০ দিনের বাজার করে দিয়েছেন একবেলা আহার নামক সংগঠন। আজ শুক্রবার বছরের প্রথম দিনে এসব পরিবারকে বাজার করে দেন স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটির সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক। এসময় উপস্থিত ছিলেন ভারটেক্স স্টক এন্ড সিকিউরিটিজ এর হেড অফ ইনিস্টিটিউট সেল মাসুম উদ্দিন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আবদুল মতিন,বাংলাটেল গ্রুপ এর যুবায়ের আতিক, এশিয়া এয়ারকন পরিবহন এর মো: বোরহান উদ্দিন মুরাদ, আজগর আলী হসপিটাল এর আশরাফ (শাহিন),এস,আর ইলেকট্রনিকস এর কর্ণধার, গোলাম কায়সার রহমান আদর প্রমুখ।

বাজার বিতরণকালে একবেলা আহারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে রেদওয়ান আতিক বলেন, আমরা খুবই স্বল্প পরিসরে অল্পকিছু মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এই রমজান মাসে ১১০টি পরিবারের পাশে থাকার সমান্য চেষ্টা করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে অনেকেই কষ্টে আছেন।

আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এজন্য আমাদের বন্ধু-বান্ধবসহ অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন।

তিনি আরো জানান, এক বেলা আহার ধারাবাহিকভবে সমাজের পিছিয়ে পড়া ও সমাজের অবহেলিত মানুষের পাশে সামান্য হলেও পাশে থাকার চেষ্টা করেছে।

এসময় প্রতি পরিবারকে ১০ দিনের বাজারে চাল ১৫ কেজি,ডাল ১ কেজি,আলু ৫ কেজি,পেয়াঁজ ১ কেজি, চিনি ২ কেজি, লবন ১ কেজি, সেমাই ১ কেজি, তেল ১ লিটার ক্রয় করে দেয় একবেলা আহার।