এস এম রাফি ২২ এপ্রিল ২০২৩ , ৩:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সদরুল আইনঃ
বিএনপি’র পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।
কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে ছদ্মবেশে অংশগ্রহণ করছে এবং আগামী পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র ছদ্দবেশী প্রার্থীরা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।
এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি প্রমাণ করতে চাইবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই এবং ক্ষমতা হারানোর ভয়ে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না।
বিএনপি যদিও অনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা সিটি নির্বাচনে যাবেনা। কিন্তু অন্যান্য সিটি নির্বাচন গুলোতে দেখা গেছে যে প্রকাশ্যে তারা বর্জনের ঘোষণা দিলেও গোপনে নির্বাচনগুলোতে তারা সক্রিয় থেকেছে এবং নারায়ণগঞ্জে বিএনপি’র হেভিওয়েট নেতা তৈমুর আমল খন্দকার পরাজিত হয়েছে এবং অন্যদিকে কুমিল্লায় বিএনপি’র নেতা মনিরুল হক সাক্কু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। ওই নির্বাচন নিয়ে অবশ্য বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এবারও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র ছদ্মবেশী প্রার্থীরা থাকছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরী নির্বাচনে দাঁড়াচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে বিএনপি তাকে প্রকাশ্যে বহিষ্কার করলেও পুরো সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
বিএনপি নেতারাই মনে করছেন যে, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার একজন বহিরাগত প্রার্থী। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ভাল অবস্থান দেখাতে পারেন বর্তমান মেয়র আরিফ। আর সেক্ষেত্রে সেটি হবে সরকারকে সমালোচনা করার একটা বড় সুযোগ।
গাজীপুরেও বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচন করছেন বলে জানা গেছে। গাজীপুরে বিএনপি দুটি বিকল্প নিয়ে কাজ করছে। গাজীপুরে হাসান উদ্দিন সরকার যদি শেষ পর্যন্ত না দাঁড়ায়, তাহলে তারা জাতীয় পার্টির নেতা এম নিয়াজউদ্দিনকে সমর্থন দিতে পারেন।
সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন জাতীয় পার্টি থেকে এবার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।