বিবিধ

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের গরীব অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

  এস এম রাফি ২৩ এপ্রিল ২০২৩ , ৪:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধঃ-রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল ফিতরের দিন শনিবার সন্ধ্যায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও গরীব অসহায় প্রতিবন্ধিদের মাঝে আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ,নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, জীম এগ্রো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিন , সমাজ সেবক রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের সভাপতি আইনজীবী মো: আয়নাল হক, সংগঠনের জমিদাতা ও মিঠাপুকুর উপজেলা পাট উন্নয়ন অফিসার মোঃ মহব্বত হোসেন, ক্যাশিয়ার মেহেদী হাসান মুন প্রমুখ।
আলোচনা সভা শেষে এলাকার অসহায় গরীব ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।