বিবিধ

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে সাড়ে ১২ হাজার টন চিনি

  এস এম রাফি ১৭ মে ২০২৩ , ৫:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য মার্কিন কোম্পানির কাছ থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ মে) সরকারি ক্রয় কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। দুপুর ২টার দিকে বৈঠকটি শুরু হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকরা অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানের কাছে জানতে চান, মার্কিন কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনার ব্যত্যয় হলো কি না? জবাবে তিনি বলেন, ‘এটা তো আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না। কী পাস হলো, আমি শুধু সেটা জানালাম।’ এ বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি যুক্তরাষ্ট্রের অ্যাকেনটুয়েট টেকনোলজি ইনক থেকে স্থানীয় ওএমসি লিমিটেডের মাধ্যমে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে মোট ১ হাজার ১৮৫ কোটি ৮ লাখ ২ হাজার ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন চিনি যুক্তরাষ্ট্রের এসেনচুয়েট টেকনলজি ইনকরপোরেশনের কাছ থেকে কেনা হবে। এই সাড়ে ১২ হাজার টন চিনি ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটি প্রথম প্রস্তাব।

দ্বিতীয় প্রস্তাব : স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (১ম সংশোধিত)’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত জয়েন ভেনচার অব ১) রানহিল ২) ফারহাত এবং ৩) ডিডিসি’কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তৃতীয় প্রস্তাব : শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড-এর জন্য ১০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই হতে ৬০ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব ৪ : শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব ৫ : শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কম্পানি সৌদি আরব থেকে ২২তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে কমিটি।

প্রস্তাব ৬ : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায়, সৌদিআরব হতে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২২৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব ৭ : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোররেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ হতে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২৬ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৮: কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর, এসএ হতে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ২০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব ৯ : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৪র্থ লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৫ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।