বিবিধ

ভূরুঙ্গামারীতে শহীদ জিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

  এস এম রাফি ৩০ মে ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় এ উপলক্ষে সরকারি কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা,সাধারণ সস্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র দলের সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।