এস এম রাফি ১০ জুন ২০২৩ , ৫:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-নতুন পাঠ্যক্রম অনুসারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গত ৬জুন থেকে মূল্যায়ন পরীক্ষা শুরু করেছি। আজ শনিবার স্কুল বন্ধ থাকার কথা থাকলেও মন্ত্রাণালয়ের নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি। তিনি আরো জানান তার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ১১২ জন এবং সপ্তম শ্রেণীতে ৭৭ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে। মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহাফুজ জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান কে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নেয়ার নির্দেশান দেয়া হয়েছে।